অ্যাপলের মিররিং প্রযুক্তি ব্যবহার করে সহজেই তারবিহীনভাবে আইফোন এবং ম্যাক কম্পিউটার যুক্ত করা সম্ভব। এই সুবিধার ফলে ম্যাক থেকে ব্যবহারকারীরা আইফোনের বিভিন্ন অ্যাপ পরিচালনার পাশাপাশি বার্তাগুলোও পড়তে পারেন। অফিসের কাজে ব্যবহারের সময় অনেকেই এই সুবিধা কাজে লাগান। তবে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেভকো জানিয়েছে, অ্যাপলের এই মিররিং প্রযুক্তিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি রয়েছে, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
সেভকোর প্রতিবেদনে বলা হয়েছে, যদি আইফোন কোনো প্রতিষ্ঠানের ম্যাক কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা হয়, তাহলে আইফোনের সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সেই প্রতিষ্ঠানের নেটওয়ার্কে আপলোড হয়ে যেতে পারে। এর ফলে আইফোনে থাকা সব অ্যাপের তথ্য, ব্যক্তিগত বার্তা, এমনকি অন্যান্য তথ্যও প্রতিষ্ঠানের নেটওয়ার্কে জমা হতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশকারী অন্য কেউ সেই আইফোনের গোপন তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে।
সেভকো সতর্ক করেছে, মিররিং সুবিধার এই ত্রুটির কারণে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তার ওপর বড় ধরনের হুমকি তৈরি হতে পারে। প্রতিষ্ঠানটি পরামর্শ দিয়েছে, আইফোন ব্যবহারকারীদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নিজেদের ব্যক্তিগত ডিভাইসগুলো কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্কে যুক্ত করা থেকে বিরত থাকতে হবে। অ্যাপলের এই ত্রুটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি। প্রতিষ্ঠানটি কোনো নিরাপত্তা প্যাচও প্রকাশ করেনি। তবে সেভকো জানিয়েছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিষয়টি যাচাই করে অ্যাপলকে অবহিত করেছে। আশা করা হচ্ছে, শিগগিরই অ্যাপল একটি নিরাপত্তা প্যাচ প্রকাশ করবে যা এই ত্রুটির সমাধান আনবে।
বিডিপ্রতিদিন/কবিরুল