ইরান-ইসরায়েল চলমান সংঘাতের প্রেক্ষিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

আজ শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অধিবেশনে তিনি বলেন, ‘ইসরায়েল শুধু ইরান নয়, ইয়েমেন, ফিলিস্তিন—সব জায়গায় মুসলিমদের ওপর আগ্রাসন চালাচ্ছে। মুসলিম বিশ্ব যদি আজ এক না হয়, তাহলে কাল সবার পালা আসবে।’

তিনি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। তারা আমাদের ভাই। তাদের কষ্ট মানে আমাদের কষ্ট, তাদের শোক মানে আমাদের শোক।’

খাজা আসিফ ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে জরুরি বৈঠক আহ্বানের আহ্বান জানিয়ে বলেন, ‘ফিলিস্তিনে শিশুদের গণহত্যা চলছে, অথচ মুসলিম বিশ্ব চুপ। বিপরীতে পশ্চিমাদের বিবেক জেগে উঠেছে—তারা রাস্তায় নেমেছে। অথচ আমরা নীরব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews