পাকিস্তানে শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে দু’টি পৃথক হামলায় কমপক্ষে আট পাকিস্তানি সৈন্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার পুলিশের এক সূত্র জানিয়েছে, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে ’সশস্ত্র তালেবানের’ বিরুদ্ধে নিরাপত্তা অভিযানে সাত সেনা সদস্য নিহত হয়েছেন।

সূত্রটি জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে চলা এই লড়াইয়ে সেনাবাহিনী যুদ্ধবিমান মোতায়েন করে। এতে আটজন তালেবান যোদ্ধা নিহত ও আরো ছয়জন সৈন্য আহত হয়।

এদিকে বেলুচিস্তানের দক্ষিণে বিচ্ছিন্নতাবাদীদের মোটরবাইকে রাখা বোমার বিস্ফোরণে একজন সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মহসিন আলী।

গত মাসে ওই এলাকায় উগ্রবাদীরা শত শত ট্রেন যাত্রীকে আটক করে এবং কর্তব্যরত অবস্থায় থাকা কয়েক ডজন সৈন্যকে হত্যা করে।

ফরাসি বার্তাসংস্থা এএফপির এক পরিসংখ্যান অনুসারে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় বছরের শুরু থেকে ১৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই সৈন্য।

সূত্র : এএফপি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews