কোপা আমেরিকার ফাইনালে ডানপায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। নেট মাধ্যমে ছাড়ানো ছবি থেকে আন্দাজ করা গিয়েছিল, তার ফিরতে সময় লাগবে। ওই ইনজুরির পর এখনও মাঠে ফেরা হয়নি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকাসহ সর্বজয়ী ফুটবলার মেসির।
দলের তারকা ফুটবলারকে ছাড়াই সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আর্জেন্টিনা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে আকাশি-সাদা জার্সির দলটি। ওই ম্যাচের আগে সুখবর দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
তিনি জানিয়েছেন, অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, ‘আমরা আশা করছি, সে দ্রুতই খেলা শুরু করবে। আমরা যখন পরবর্তী ম্যাচের জন্য দল দেব, তখন আমরা তার সঙ্গে যোগাযোগ করবো, যেভাবে অন্য সবার সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বোঝা যাবে, সে খেলতে পারবে কিনা।’
আর্জেন্টিনা অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। যদিও তাকে ছাড়াই ভালো খেলছে আলবিসেলেস্তেরা। তবে মেসির ওপর নির্ভরশীল না হয়ে উপায় নেই বলেও মন্তব্য করেছেন স্কালোনি, ‘মেসির ওপর নির্ভরশীল না হওয়া একটা দলের জন্য কঠিন। সে পূর্বে যে দলেই খেলেছে, দল তার ওপর নির্ভর ছিল। সে আলাদা ধরনের ফুটবলার। এই দলের একটা ভালো দিক হচ্ছে, ম্যাচ সম্পর্কে ধারণা আছে। লিও’কে ছাড়াই আমরা একইরকম খেলার চেষ্টা করছি।’