শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা বলেন, আজ সকাল ৯টার দিকে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী ও চক্রবর্তী এলাকায় কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ ছাড়া আশপাশ থেকে ময়লা আবর্জনা এনে সড়কে ফেলে তাতে আগুন ধরিয়ে দিয়েছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কাশিমপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছেন।
কারখানাশ্রমিক শরিফুল ইসলাম বলেন, ‘কারখানায় কাজ আছে। আমরা ৫ আগস্টের আগ পর্যন্ত সময়মতো বেতন–ভাতাও পেয়েছি। এখন কাজ নেই, এই মিথ্যা অজুহাতে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এটা মেনে নিতে পারছি না। কারখানা বন্ধ হওয়ায় হাজার হাজার শ্রমিক অসহায় হয়ে পড়েছেন।’