স্থিতিশীল আছেন তামিম ইকবাল। উন্নতি হয়েছে তার শারিরীক অবস্থার। অনেকটা শঙ্কামুক্ত বলা চলে। তবে এই মুহূর্তে তাকে অন্য কোথাও ‘মুভ করা খুবই রিস্কি’ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গাজীপুরের কেপিজে স্পেশালাইডজ হাসপাতালে আছেন তামিম।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই মুহূর্তে মুভ করা তার জন্য খুব-ই রিস্কি, সে বিষয়টা নিয়ে তামিম ইকবালের সাথেও তাদের আলাপ হয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে আরো জানানো হয়, প্রাথমিকভাবে তামিম ইকবালের হার্টে যে পিসিআই হয়েছে (হার্টের ব্লক খোলার চিকিৎসা পদ্ধতি), তাতে কখনো কখনো একটু রিয়্যাকশন হতে পারে। যে রিংটা লাগানো হয়েছে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে, ডাক্তারি ভাষায় যাকে থ্রম্বোসিস বলা হয়। যদিও পরিসংখ্যানে এটি হওয়ার সম্ভাবনা কম, তবে সেই আশঙ্কা বা ঝুঁকি রয়েছে।
ওই ঝুঁকি নিয়ে তামিম ইকবালের পরিবারের সদস্যদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর আবার কেপিজে বিশেষায়িত হাসপাতালে আনার পর তার বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে এরপর দু’টি রিং পরানো হয় হার্টে।