অদ্ভুত কাণ্ড করে মাঝেমধ্যেই শিরোনাম হন হোসে মরিনহো। এবারও তেমন কিছু করলেন পর্তুগিজ কোচ। বুধবার তুর্কিশ কাপে হারের পর গ্যালাতাসারেই কোচ ওকান বুরুকের নাক টেনে ধরলেন ফেনারবাখের এই কোচ।

ভিক্তর ওসিমহেন অতিথিদের হয়ে দুটি গোল করেন, দ্বিতীয়টি ছিল পেনাল্টি থেকে। হাফটাইমের আগ দিয়ে একটি গোল শোধ দেন সেবাস্তিয়ান সিমানস্কি। ম্যাচ শেষে মাঠের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ঠান্ডা করতে পুলিশকে মাঠে ঢুকতে হয়।

দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিও চরমে পৌঁছায়। রেফারি ফেনারবাখের একজন ও গ্যালাতাসারেইর দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখান।

এই হট্টগোলের মধ্যে মরিনহো নিজেকে লুকিয়ে রাখেননি। বুরুকের নাক ধরে টান দেন। নিজের মুখ চেপে ধরে মাটিতে পড়ে যান গ্যালাতাসারেই কোচ।

কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে বুরুক বললেন, ‘আমি চলে যাচ্ছিলাম, পেছন থেকে সে আমার নাক টেনে ধরলো। একটু দাগ পড়েছে। অবশ্যই এটা সুন্দর ও স্টাইলিশ কোনও ব্যাপার নয়। আমি এনিয়ে বাড়াবাড়ি করবো না, কিন্তু এটা কোনও স্টাইলিশ ব্যাপার না।’

মরিনহোকে নতুন বিতর্কে জড়াতে দেখে চুপ থাকেননি গ্যালাতাসারেই ভাইস প্রেসিডেন্ট মেতিন ওজতুর্ক। তিনি বলেন, ‘সবশেষ ঘটনা শুধু গ্যালাতাসারেই কোচের ওপর নয়, তুর্কিশ ফুটবলের ওপর আক্রমণ। মরিনহো, আমি জানি না সে এত সাহস কোথা থেকে পায়। বিশ্বের আর কোথায় সে এটা করতে পারে? তুরস্ককে সে কোথায় মনে করে?’

গ্যালাতাসারেই পরে তাদের অফিসিয়াল এক্স-এ একটি ছবি পোস্ট করে, যেখানে বুরুক মরিনহোর দিকে তাকিয়ে আছেন, সেখানে লেখা, ‘তোমার আক্রমণ করা উচিত নয়, তোমার হজম করা উচিত।’

বর্তমান মৌসুমে মরিনহোর এটি দ্বিতীয় বিতর্কিত ঘটনা। এর আগে তুর্কি রেফারিদের বারবার সমালোচনা করে ফেব্রুয়ারিতে চার ম্যাচ নিষিদ্ধ হন। এছাড়া ম্যাচ শেষে গ্যালাতাসারেই তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews