প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “অন্তর্বর্তী সরকারের হাতে বেশি সময় নেই। সাত মাস ইতোমধ্যে পার হয়ে গেছে, সামনে নির্বাচন। এর মধ্যেই প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।”

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠপর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা বলছি, ডিসেম্বরে নির্বাচন হবে। নির্বাচনের সময় বিভিন্ন ধরনের চাপ আসবে, নানা সমস্যা তৈরি হবে। এসব মোকাবিলা করতে আমাদের শক্ত থাকতে হবে এবং আইনের মধ্যে থাকতে হবে। যেন নির্বাচিত সরকার একটি আইনের ভিত্তিতে পরিচালিত সরকার হয়।”

তিনি আরও বলেন, “কেউ যদি সংস্কারের অপেক্ষায় থাকে, তাতে লাভ হবে না। কাজটা করতে হবে এবং সেটিকে প্রতিষ্ঠিত করতে হবে। একক নির্দেশে দেশ বদলানো সম্ভব নয়, সবাইকে মিলে টিম হিসেবে কাজ করতে হবে।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews