ভারতের পাঞ্জাব বিধানসভায় প্রদেশটির শাসক দল আম আদমি পার্টির (এএপি) দুই বিধায়ক নিজেদের সরকারের স্বাস্থ্য খাতের কাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এর মধ্যে ধরমকোটের বিধায়ক (এমপি) দেবিন্দরজিৎ সিং লাড্ডি ধোসে বলেন, তার এলাকার মানুষ মনে করছেন যেন তারা ‘পাকিস্তানে বসবাস করছেন’।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিধায়ক দেবিন্দরজিৎ সিং লাড্ডি ধোসে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ডা. বালবীর সিংয়ের কাছে জানতে চান, ধরমকোটের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে হাসপাতালে উন্নীত করার কোনো পরিকল্পনা আছে কি না।

জবাবে মন্ত্রী জানান, এই স্বাস্থ্যকেন্দ্রটি কোট ইসে খান কমিউনিটি হেলথ সেন্টারের অধীনে রয়েছে এবং এটিকে সাব-ডিভিশনাল হাসপাতালে উন্নীত করার কোনো পরিকল্পনা নেই। 

তিনি আরও জানান, ধরমকোটে কোনো ট্রমা সেন্টার খোলারও পরিকল্পনা নেই। বর্তমানে পাঞ্জাবে পাঁচটি ট্রমা সেন্টার রয়েছে—জালন্ধর, পাঠানকোট, খান্না, ফিরোজপুর এবং ফাজিলকা।

আপ বিধায়কের ক্ষোভ

স্বাস্থ্যমন্ত্রীর এমন জবাবের পর বিধায়ক ধোসে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমার এলাকা এবং মোগা জেলার বাসিন্দারা সরকারের কাছ থেকে ‘সৎমায়ের’ মতো আচরণ পাচ্ছে। গত তিন বছরে কোনো স্বাস্থ্য প্রকল্প আমাদের জন্য বরাদ্দ করা হয়নি। কেনো মোগাকে এভাবে বঞ্চিত করা হচ্ছে? মোগা কি আদৌ পাঞ্জাবের অংশ? আমার তো মনে হয়, আমরা পাকিস্তানে বসবাস করছি!’

মিডিয়ার সামনে ধোসের ব্যাখ্যা

বিধানসভা অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঞ্জাবের এই বিধায়ক বলেন, পরিস্থিতি খারাপ নয়। তবে তার এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য তিনি এই দাবি তুলেছেন।

দেবিন্দরজিৎ সিং লাড্ডি ধোসে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেন, ‘পরিস্থিতি খারাপ নয়। তবে আমরা আরও বেশি ডাক্তার চাই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়া উচিত। আমাদের নেতারা সবসময় আমাদের অনুপ্রাণিত করেছেন যে, আমরা সাহস করে কণ্ঠ তুলি। তাই আমি আমার এলাকার সমস্যাগুলো তুলে ধরেছি’।

আরেক আপ বিধায়কের ক্ষোভ

শুধু ধোসেই নন, আম আদমি পার্টির শুতরানার বিধায়ক কুলওয়ান্ত সিং বজিগারও পাঞ্জাব সরকারের স্বাস্থ্যমন্ত্রীর কাছে কড়া প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করে বলেন, তার বিধানসভা এলাকায় তিনটি স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার নেই।

এই ঘটনাগুলো পাঞ্জাব সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। যেখানে নিজেদের দলের বিধায়করাই তাদের বিরুদ্ধে সরব হয়েছেন। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews