ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রথম করোনা টিকা নেবেন হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এবিএম জামাল। চলিত মাসের ২৮ তারিখে সকালেই করোনা প্রতিরোধের টিকা নেবেন তিনি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে কথা হয় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের সঙ্গে।

তিনি বলেন, চলিত মাসের ২৮ তারিখে সকালে করোনা প্রতিরোধের জন্য প্রথম টিকা নেবেন ঢামেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এবিএম জামাল। তারপরে আনুমানিক ১০০ জনকে এই টিকা প্রয়োগ করা হবে। সবাই হাসপাতালের স্টাফ।

এছাড়া টিকা নেওয়ার স্থান আগের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ড সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  

বিকেলে হাসপাতালে পরিচালকসহ কর্মকর্তারা আন্ডারগ্রাউন্ড পরিদর্শন করে কাজের তদারকি করেন।  

এ বিষয়ে প্রফেসর এবিএম জামাল বাংলানিউজকে বলেন, আমি স্বেচ্ছায় করোনা টিকা নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছি এবং ২৮ জানুয়ারি সকালে আমি প্রথম টিকা নেওয়ার পর কার্যক্রম উদ্বোধন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এজেডএস/এএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews