নিজের মাতৃত্বের সফরকে বোকামি বললেন রাধিকা

অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা কিছুটা ব্যতিক্রমী কায়দায় দেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে প্রকাশ্যে আনেন বেবিবাম্পের ছবি। অন্তঃসত্ত্বার সফর শেষে ১৩ ডিসেম্বর কন্যাসন্তানের মা হওয়ার খবর জানান এই অভিনেত্রী। তবে এর কয়েকদিন পর অভিনেত্রী মন্তব্যে তুলকালাম অবস্থা।

সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চাননি। নিজের মাতৃত্ব সফরকে ‘বোকামি’ বলেই সম্বোধন করেছেন রাধিকা।

রাধিকা স্পষ্ট জানান, তিনি ও তার স্বামী কোনও ভাবেই পরিবার পরিকল্পনা করেননি। তার কথায়, ‘আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো। উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম আদৌ তাতে অটল থাকব কি না ভেবে।’

অন্তঃসত্ত্বা হওয়ার পরে জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা। তিনি ভাষ্য, ‘অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয় এসব নিয়ে কখনই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে তাও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর তা আসলে কেউ বলেন না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না। তবে সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।’

২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে বসবাস শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews