বান্দরবান: জেলার লামা উপজেলার দুর্গম সরই ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আট শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়।



বুধবার (৯ এপ্রিল) রাতে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন শ্রমিকদের মুক্তির সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে সরই ইউনিয়নের লেমুপালং মুখ এলাকায় অপহৃতদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।







ছাড়া পাওয়া শ্রমিকরা হলেন, মো. এহসান, জমির হোসেন, ইসমাইল হোসেন, রশিদুল্লাহ, শহিদুল্লাহ, আমিন সরকার, ইমরান হোসেন ও নবী হোসেন।

লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকার আট শ্রমিককে অস্ত্রের মুখে খামার ঘর থেকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।  

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় অভিযানে নামে। টানা অভিযানের ফলে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। ছাড়া পাওয়া শ্রমিকেরা এখন সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।  

অপহৃতদের কাছ থেকে কোন মুক্তিপণ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে কেউ আমাদের কোনো অভিযোগ দেননি। ছাড়া পাওয়া শ্রমিকেরা এখন সেনাবাহিনীর দায়িত্বে সরই লুলাইং ক্যাম্পে রয়েছেন।

গত ১৮ ফেব্রুয়ারি অপহরণের শিকার হওয়ার দুদিন পর সন্ত্রাসীদের কাছে মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছিলেন লামা উপজেলার ২৬ শ্রমিক।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫

আরএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews