শ্রীময়ী এদিন কাঞ্চনের উদ্দেশে আরও লেখেন, ‘কৃষভি আর আমি সব সময় তোমার পাশে থাকব যেকোনো পরিস্থিতিতেই। আর এভাবেই আমরা তোমার সঙ্গে মজা করব, ভালোবাসব। প্লিজ, একটু সহ্য করে নিয়ো। আর আমাদের ক্ষমা করো। অনেক ভালোবাসি কাঞ্চন।’ কাঞ্চনের জন্মদিনে উপলক্ষে ৬ মে মধ্যরাতে কেক কেটে উদ্যাপন করেন তাঁরা। এই প্রথম মেয়েকে নিয়ে জন্মদিন উদ্যাপন, সেটা তো বিশেষ হবেই।