আজ থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের 'পাল্টা শুল্ক'। আর ট্রাম্পের পাল্টা শুল্ক বাস্তবায়নের পর থেকেই রেপো বা নীতি সুদহার কমাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)।
বুধবার সকালে রেপো হার ২৫ ভিত্তি পয়েন্ট কমানোর কথা ঘোষণা দিয়েছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে রেপো হার ৬ দশমিক ২৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬ শতাংশ। খবর ইকোনমিক টাইমসের।
এর আগে ৭ ফেব্রুয়ারি রেপো হার কমিয়েছিল আরবিআই। যে সুদের হারে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দেয়, সেটাই রেপো হার; এই রেপো হার কমলে এর সঙ্গে যুক্ত সব ঋণের সুদের হার কমে। ফলে ব্যাংক ঋণ নেওয়া গ্রাহকেরা স্বস্তি পায়। ঋণের মাসিক কিস্তির অঙ্ক কমে যায়।