রতন টাটা প্রায় ছয় দশক ভারতের অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী টাটার সঙ্গে জড়িত। প্রায় ২০ বছর তিনি এই ব্যবসা সাম্রাজ্যের নেতৃত্ব দিয়েছেন। ২০১২ সালে চেয়ারম্যান হিসেবে তিনি সরে দাঁড়ালেও পুরো টাটা গ্রুপের ওপর তাঁর বড় প্রভাব ছিল। সে কারণে তিনি সেরা ১০ বা ২০ শীর্ষ ভারতীয় ধনীর তালিকায় থাকবেন, সেটা আশা করাই যায়।
কিন্তু বাস্তবে সেসব তালিকায় রতন টাটার নাম ছিল না। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এর কারণ হিসেবে টাটাদের বিশাল দাতব্য কর্মকাণ্ডকে চিহ্নিত করা হয়েছে। টাটা গ্রুপের আয়ের একটা বড় অংশই চলে যায় টাটা ট্রাস্টের কাছে। এর ফলে টাটা পরিবারের সদস্য কিংবা রতন টাটার হাতে খুব কম অর্থই থাকত।
ভিত্তিটা গড়ে দিয়েছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেতজী টাটা। তাঁর নির্দেশ ছিল, টাটারা তাঁদের কোম্পানিগুলোর খুব বেশি শেয়ারের মালিক হবেন না। সুতরাং টাটা নামের কোম্পানিগুলোর সংখ্যাগরিষ্ঠ শেয়ার কোনো টাটার হাতেই ছিল না। দ্বিতীয়ত, এমন নিয়ম ঠিক করা হয়েছিল যে টাটা সন্সের মাধ্যমে যা আয় করা হবে, তার বড় অংশই চলে যাবে টাটা ট্রাস্টের কাছে।