পিএসএল খেলতে নাহিদ রানা এখন পাকিস্তানে। সেজন্য স্পিডস্টারকে রাখা হয়নি চট্টগ্রাম টেস্ট স্কোয়াডে। পেস বিভাগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কি মিস করবেন নাহিদকে? চট্টগ্রাম ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সমতা আনার টেস্টে নামছে নাজমুল বাহিনী। ফেবারিট হয়েও বাজে ব্যাটিংয়ের জন্য সিলেটে হেরেছিল টাইগাররা। আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে সিরিজ ড্র করতে চট্টগ্রামে জয়ের বিকল্প নেই। সেজন্য স্কোয়াডে যেমন পরিবর্তন এসেছে। তেমনই একাদশেও পরিবর্তন আসছে। নাহিদ রানার পরিবর্তে অভিষেক হতে পারে আরেক গতিশীল পেসার তানজিম সাকিবের। ছন্দহীন মাহামুদুল হাসান জয় কিংবা সাদমান ইসলামের পরিবর্তে তিন বছর পর লাল বল ও সাদা পোশাকের টেস্ট খেলতে পারেন এনামুল হক বিজয়। যিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার তাকে নেওয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য।  সিলেটে নাজমুল বাহিনী হেরেছে বাজে ব্যাটিং পারফরম্যান্সে। জিম্বাবুয়ের বোলারদের গতি ও স্পিনের বিপক্ষে ব্যক্তিগত বড় কোনো ইনিংস বা জুটি গড়তে পারেনি। তবে টাইগার বোলাররা লড়াই করেছেন শেষ পর্যন্ত। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ একাই দুর্দান্ত বোলিং করেছেন। দুই ইনিংসে উইকেট নিয়েছেন ১০টি। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক গড়েন মিরাজ। চট্টগ্রামের উইকেটে বাউন্স বেশি। তাই একাদশে তিন পেসার ও দুই স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি। আবার সিরিজে ফিরতে মরিয়া নাজমুল বাহিনীর ইচ্ছায় উইকেট পুরোপুরি স্পিন ট্রাকও করতে পারেন কিউরেটর। তখন হয়তো হাসান মাহমুদ ও তানজিম সাকিবের সঙ্গে মেহেদি মিরাজ, তাইজুলের সঙ্গে নাঈম ইসলামকে দেখা যেতে পারে। চট্টগ্রামে এখন পর্যন্ত ২৫টি টেস্ট খেলেছে বাংলাদেশ। দুটি জিতেছে এবং হেরেছে ১৬টি। বাকি ৭টি ড্র করেছে। দুই জয়ের একটি জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে ১৮৬ রানে। আরেকটি জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ৬৪ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে দ্বিতীয়বার টেস্ট খেলবে। দুই দল এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১৯টি। জিতেছে ৮টি করে। জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতেছে ২০১৮ সালের পর। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews