১০৬তম দল হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলা ফকল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি খেলেছে বুড়ো এক দল নিয়েই। একাদশের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়টি বয়সও ছিল ৩১। নয়জনের বয়স ছিল ৪০–এর ওপরে। ওই নয়জনের তিনজনের বয়স আবার ৫৬ পেরিয়েছে। এই তিনের একজন অ্যান্ড্রু ব্রাউনলিই সবাইকে টেক্কা দিয়েছেন। তাঁর বয়স যে ৬২! আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, তিন সংস্করণ মিলিয়েই সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড এটি।