চট্টগ্রামের নগরীর কাপাসগোলা এলাকায় রিকশা থেকে ছিটকে নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার সকাল ১০টা ১০ মিনিটে চাক্তাই খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে চাক্তাই খালে শিশুর মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত শিশুটির নাম সেহেরিশ। তার বয়স মাত্র ছয় মাস।

এর আগে শুক্রবার রাতে অটোরিকশাযোগে মা ও নানীর সঙ্গে যাচ্ছিল শিশুটি। ৮টার দিকে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকার নবাব হোটেলের পাশ দিয়ে গলিতে ঢোকার সময় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে হিজরা খালের নালায় পড়ে যায়। শিশুটির মা সালমা ও দাদী আয়েশাকে উদ্ধার করা গেলেও নালার স্রোতে ভেসে যায় শিশুটি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধারে নালায় অভিযান শুরু করে। রাতে অভিযান চালিয়েও শিশুটিকে উদ্ধার করা যায়নি।

স্থানীয়রা বলছেন, নালাটি ছিল খোলা। নিরাপত্তা বেষ্টনি থাকলেও ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য সেই বেষ্টনি তুলে ফেলা হয়। তা ছাড়া অটোরিকশাচালক বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews