রংপুরে জাতীয় পার্টির পর এবার পালটা হামলা, ভাঙচুর ও বিস্ফোরণ অভিযোগে জিএম কাদের, মোস্তফাসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৯০ জনের নামে এজাহার করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোতয়ালী থানায় এই এজাহার করেন এনসিপির জেলা ও মহানগর সংগঠক আলমগীর নয়ন।

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ ২০ থেকে ২৫ জন এনসিপি ও বৈছাআ নেতাকর্মীকে নিয়ে থানায় এজাহার করতে আসেন তিনি।

জানা গেছে, এজাহারে জাপা চেয়ারম্যান জি এম কাদের, কো-চেয়ারম্যান সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, মেজবাহুল ইসলাম মিলন চৌধুরীসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০ থেকে ৯০ জনের নামে এজাহার করা হয়।

এজাহারে বলা হয়, জি এম কাদেরকে গ্রেফতারের দাবিতে বের করা ছাত্র-জনতার মিছিলে আসামিরা যোগসাজশে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, রাম দা চাপাতি নিয়ে হামলা চালায়। হাত বোমা বিস্ফোরণ ঘটায়। পথচারীদের মোটরসাইকেল ভাঙচুর করে ও একটি মোটরসাইকেলে আগুন দেয়।

এদিকে শুক্রবার (৩০ মে) রাতে জেলা ও মহানগর বৈষম্য বিরোধী আন্দোলনের সাত নেতাসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ জনের নামে জি এম কাদেরের বাসায় হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং হত্যা চেষ্টার অভিযোগে সন্ত্রাস দমন ও বিষ্ফোরক আইনে এজাহার করেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টা থেকে ৯টার মধ্যে জি এম কাদেরকে গ্রেফতারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল সেনপাড়া মোড়ে জি এম কাদেরের বাসভবন স্কাইভিউ অভিমুখে যাওয়ার পথে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়া হয়। এ সময় হামলায় স্কাইভিউ-এর দরজা জানালা ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

মামলার বাদি এনসিপি রংপুর জেলা ও মহানগর সংগঠক আলমগীর নয়ন জানান, ‘থানার অফিসার ইনচার্জ (ওসি) আমাদের অনেকক্ষণ রুমে বসিয়ে রেখে কোথায় কোথায় যেন কথা বললেন। আমার এজাহার গ্রহণ করে বললেন তদন্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে।’

আরএমপি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ‘এনসিপির আলমগীর নয়ন নামে এক নেতা বৃহস্পতিবার তাদের মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে, বোমা ফাটিয়েছে মর্মে অভিযোগে এজাহার দিয়েছে। আমরা এজাহারটি গ্রহণ করেছি। তদন্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews