আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কাউন্সিলের দিন যতই ঘনিয়ে আসছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন ততই জমে উঠছে। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ছিল চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 

এদিন চেয়ারম্যান পদের প্রার্থিতা থেকে ২ জন সরে দাঁড়িয়েছেন। তারা হচ্ছেন- দলের বর্তমান আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। 

আগামী ২৮ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিল এবং সেদিনই দলের নতুন চেয়ারম্যান, সেক্রেটারি ও ২১ জন নির্বাহী কাউন্সিল সদস্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করার কথা রয়েছে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশনের প্রধান অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের চেয়ারম্যান পদের জন্য যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ প্রার্থী। তারা হলেন- দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, দলের যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল (অব.) দিদারুল আলম ও দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। 

দলের নির্বাহী পরিষদের ২১ সদস্য পদের জন্য চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৬০ জন। 

উল্লেখ্য আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা। ইতিমধ্যে প্রার্থী ও দলের নানা স্তরের কাউন্সিলরদের আনা-গোনায় বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় বেশ সরগরম হয়ে উঠেছে। অনলাইনে চলছে পোস্টার দিয়ে প্রচার। কেউ কেউ দল পরিচালনায় নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের কথাও বলছেন। নির্বাচনকে প্রানবন্ত ও গণতান্ত্রিক ধারা শক্তিশালী করার জন্য নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে অনলাইন ডিবেটের আয়োজন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews