মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদ, যা ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। এই মসজিদটির সাথে জড়িয়ে আছে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় আবেগ। সম্প্রতি জেরুজালেমের আল আকসা মসজিদ হামলায় ধ্বংস হয়ে গেছে দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কিন্তু মসজিদুল আল আকসা চত্বরের ডোম অফ দ্য রকের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনের এই মসজিদটি অক্ষত রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশি এক ইসলামি বক্তা। গত মঙ্গলবার গাজী তামিম বিল্লাহ আল কাদরী নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে বলা হয়, মসজিদুল আল আকসা অক্ষত রয়েছে এবং মসজিদ এলাকায় কোনো যুদ্ধ চলছে না। তিন মিনিটের সেই ভিডিওতে দেখা যায়, মসজিদুল আল আকসা চত্বরের ডোম অফ দ্য রকের সামনে দাঁড়িয়ে মসজিদটি অক্ষত থাকার বিষয়ে তিনি কথা বলেন।

ভিডিওতে তিনি বলেন, 'বাংলাদেশের ফেসবুকে একটি মিথ্যা প্রচারণা চলছে যে, এই স্থানটি নাকি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এটা পুরো অক্ষত অবস্থায় রয়েছে। আমি বলব, যারা বাংলাদেশের ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন, তারা দ্রুত সেসব বন্ধ করেন আর এখানে যুদ্ধের কোনো বালাই নেই। মানুষ স্বাভাবিকভাবেই মসজিদে নামাজ পড়ছে।'

সূত্র: https://www.youtube.com/watch?v=NTLrliKROv4



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews