বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী অর্ণব গোলদার প্রতিবছর পরিবারের সঙ্গে বরিশালে ঈদ উদ্যাপন করতে যান। তিনি জানান, আগে লঞ্চের টিকিট কাটতে এক থেকে দুই দিন সময় লাগত। কিন্তু এখন অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকায় সহজেই টিকিট কাটা যায়। এবারও তিনি অনলাইনে লঞ্চে ঈদে বাড়ি ফেরার টিকিট কিনেছেন।
বেসরকারি চাকরিজীবী মো. সানাউল্লাহ প্রতি ঈদেই পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও যান। গত বছর অনলাইনে টিকিট কাটলেও এ বছর অনলাইনে টিকিট না পেয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছে। তিনি জানান, অনলাইনে টিকিট কাটায় কিছু টাকা বেশি নিলেও ঝামেলা কম হয়।