ম্যাকবুক সরিয়ে নিল অ্যাপল

কিছুদিন আগে এম ফোর চিপযুক্ত ম্যাকবুক এয়ার ল্যাপটপের নতুন সংস্করণ ঘোষণা করেছে অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চি পর্দাবিশিষ্ট। নতুন ল্যাপটপ আসামাত্রই পুরোনো দুটি মডেলের ম্যাকবুক এয়ার মডেলের বিপণন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানাল অ্যাপল কর্তৃপক্ষ। এরই মধ্যে নিজেদের দাপ্তরিক ওয়েবসাইট থেকে দুটি ল্যাপটপ সরিয়ে নিয়েছে অ্যাপল। মডেল দুটি হলো ম্যাকবুক এয়ার এম টু ও এম থ্রি মডেল।

যদিও সারাবিশ্বের কয়েকটি

ই-কমার্স সাইট ও অফলাইন খুচরা বিক্রেতার মাধ্যমে ম্যাকবুক এয়ার সিরিজের এম টু ও এম থ্রি কিনতে পাওয়া যাচ্ছে। যদি ম্যাকবুক এয়ার সিরিজের এম টু ও এম থ্রি মডেলের গ্রাহক হয়ে থাকেন, তাহলে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছে ম্যাকবুক এয়ার নির্মাতা অ্যাপল। কারণ, সফটওয়্যার ও সর্বশেষ নিরাপত্তার মানোন্নয়ন প্রশ্নে মডেল দুটিতে নিয়মিত আপডেট সক্রিয় করবে অ্যাপল। বাজার গবেষকরা বলছেন, বিপণন প্রক্রিয়াকে প্রতিযোগিতাপূর্ণ আর পুরোনো মডেলের পরিবর্তে নতুন মডেলে ঢেলে সাজাতেই অ্যাপল এমন উদ্যোগ নিয়েছে। অতীত রেকর্ড ভেঙে তারা বছরের শুরুতেই অ্যাপল পণ্য বাজারে উন্মোচন করেছে। সুতরাং বছরজুড়েই এমন মডেল বিপণন বন্ধের ঘোষণা আসবে, তা প্রায় নিশ্চিত করেই অনুমেয়। যারা নতুন ম্যাকবুক কিনতে আগ্রহী বা ভাবছেন যে ম্যাকবুক এয়ার এম থ্রি, এম ফোর মডেলের মধ্যে কোনটা নির্বাচন করবেন, তাদের উদ্দেশে অ্যাপল বলছে, নতুন এম ফোর চিপযুক্ত ম্যাকবুক এয়ার গত বছর অবমুক্ত হওয়া ম্যাকবুক এয়ার এম থ্রি মডেলের তুলনায় দামে তুলনামূলক সাশ্রয়ী হবে। ম্যাকবুক এয়ার এম ফোর মডেল দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। একটি মডেল ১৩ ইঞ্চি পর্দা, অন্যটি ১৫ ইঞ্চি পর্দাবিশিষ্ট।

অ্যাপল বিশ্লেষকরা বলছেন, আগের রীতিনীতি ভেঙে অ্যাপল এখন বাজেটবান্ধব হতে চলেছে। বৈশ্বিক বাজার প্রতিযোগিতায় নিজেকে দামের বিবেচনায় ঢেলে সাজাতে অ্যাপল ডিভাইস বিভাগ ও গবেষক দল কাজ করছে। সে কারণেই নতুন কোনো মডেলের সঙ্গে যদি আগের মডেলের দাম কাছাকাছি হয়ে যায়, সে ক্ষেত্রে পুরোনো মডেলকে বিপণন থেকে সরিয়ে নিচ্ছে অ্যাপল। কিছুদিন আগে আইফোনের আগের তিনটি মডেল বিপণন বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এবার বন্ধ হলো ম্যাকবুক এয়ার সিরিজের দুটি মডেল। সামনে এমন আরও কিছু ঘোষণা আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews