বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে চাহিদা অনুসারে সরবরাহ পুরোপুরি ঠিক হয়নি। এ ছাড়া রোজার শুরুতে হঠাৎ লেবুর যে দাম বেড়েছিল, সেটিও তেমন কমেনি।

তবে দুই সপ্তাহের ব্যবধানে কমেছে শসা, বেগুন, ব্রয়লার ও সোনালি মুরগির দাম। এর পাশাপাশি তরমুজ, মাল্টাসহ কিছু ফলের দামও কমেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাজীপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিক্রেতারা জানিয়েছেন, রোজার শুরুর সময় কেনাকাটার বাড়তি চাপ থাকে। এ সময় পণ্যের সরবরাহ কমে গেলে দাম বেড়ে যায়। আবার অনেক ব্যবসায়ী বাড়তি চাহিদার সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেন। তবে প্রথম ১০ রোজা শেষে পণ্য কেনার চাহিদা কিছুটা কমায় দামও কমেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews