খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার (২১ ডিসেম্বর)  চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫ এর লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট আরসি ফুড ও ডিসি ফুডদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে চলতি আমন মৌসুমে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনেরও পরামর্শ দেন উপদেষ্টা।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কৃষকদের প্রাইস সাপোর্ট দেওয়ার লক্ষ্যে ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি তিন টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা, চালের সংগ্রহ মূল্যও তিন টাকা বৃদ্ধি করে সিদ্ধ চাল ৪৭ এবং আতপ চাল ৪৬ টাকা নির্ধারণ করেছে। ধান ও সিদ্ধ চাল আগামী ২৮ ফেব্রুয়ারি এবং আতপ চাল ১৫ মার্চ পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে মর্মে মতবিনিময় সভায় জানানো হয়।

খাদ্য উপদেষ্টা অবৈধ খাদ্য মজুত বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং খাদ্য অধিদফতরের  আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন। সংশ্লিষ্ট মিল মালিকদের সঙ্গে সমন্বয় করে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য সংগ্রহের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন। 

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি আমন মৌসুমে ধান- চালের এখন পর্যন্ত সংগ্রহ সন্তোষজনক এবং নির্ধারিত সময়ের মধ্যে টার্গেট পূরণ করা সম্ভব হবে। 

এ সময় খাদ্য অধিদফতরের মহাপরিচালক, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারসহ রাজশাহী বিভাগের সব জেলার জেলা প্রশাসক, আরসি ফুড, ডিসি ফুড এবং খুলনা বিভাগের আরসি ফুড ও কুষ্টিয়া জেলার ডিসি ফুডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews