জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জে-হোপের নতুন একক গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘সুইট ড্রিমস’। গানটির ফিচার করেছেন আমেরিকান সঙ্গীতশিল্পী মিগুয়েল। পপ ও জাজা মিউজিকের সংমিশ্রণে গানটির অসাধারণ একটি মিউজিক ভিডিওর মাধ্যমে প্রকাশ কারা হয়েছে, যা হেইব লেবেলস ইউটিউব চ্যানেলে ৪০ লাখের বেশি শ্রোতা দেখেছে। ভিডিওতে দেখো যায় জে-হোপ ছোট একটি ঘরের শান্ত পরিবেশে গভীর ঘুমে আছেন। এরপর তার ঘুম ভাঙে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন মেঘের ভেলায় ভেসে যাচ্ছেন তিনি। ভিডিওটি নির্মাণ করেছেন জিহন শিন। গানটি নিয়ে জে- হোপ বলেন, দর্শকের ভালোবাসা পাওয়ার জনই আমি গান করি। কারণ এটি আমার কাছে জীবনের দারুণ এক অর্জন মনে হয়। এরমধ্যেই ‘সুইট ড্রিমস’ সবার ভালোবাসা পাওয়া শুরু করেছে। এছাড়া এই গানে আমি জুটি বেঁধেছি এমন একজন মিউজিশিয়ানের সঙ্গে যার গান আমি ছোট বেলা থেকে শুনতাম। তিনি হলেন আমেরিকান সংগীতশিল্পী ও গীতিকার মিগুয়েল। যার অর্জনের ঝুলিতে গ্র্যামির মতো সম্মান রয়েছে। তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।