বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে গড়ে তোলা বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’র সদস্য ছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। 

এ পরিচয় প্রকাশের আগে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদের ছবি এঁকে বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। এরপরই প্রকাশ্যে আসে গোপন গ্রুপে সক্রিয় থাকার বিষয়টি। এরপর তাকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। 

এদিকে তার হাতে রয়েছে ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি সিনেমা। প্রশ্ন উঠেছে, নির্মাতা কি এখন এই বিতর্কিত অভিনেত্রীকে নিয়ে সিনেমাটি বানাবেন? 

যোগাযোগ করা হলে সিনেমার নির্মাতা হিমু আকরাম বলেন, ‘সিনেমাটিতে ভাবনার চরিত্রের নাম জুলেখা। চরিত্রটি নিয়ে যখন তার সঙ্গে বসি তখন এ বিষয়গুলো ছিল না। অন্যদের মতো আমিও জানতাম না। তাছাড়া প্রতিশ্রুতিরও ব্যাপার আছে। অতএব কে কী বিতর্ক করেছেন এটা নিয়ে আমি উদ্বিগ্ন নই। ভাবনাকে নিয়েই কাজটি করব।’ 

বিতর্কিত অভিনয়শিল্পীকে নেওয়ায় সিনেমাটির ওপর প্রভাব পড়বে না বলেও মনে করছেন হিমু। তিনি বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমে যাবে। সুতরাং কয়টা প্রেক্ষাগৃহ পাব তার ওপর আমি নির্ভরশীল নই।’ 

তবে আনুষ্ঠানিকভাবে যদি ছাত্রদের বিরোধিতাকারী গ্রুপের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তবে তা মেনে নেবেন বলে জানান হিমু আকরাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে শিল্পী নির্মাতাদের বিভিন্ন সংগঠন আছে। সংগঠনগুলো যদি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়, এই শিল্পীদের নিয়ে কাজ করা যাবে না তাহলে মানতে হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews