ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারতকে সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ হামলাকে তিনি ‘নৃশংস অপরাধ’ আখ্যা দিয়ে বলেছেন, এর কোনও ন্যায্যতা থাকতে পারে না। 

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় পুতিন লিখেছেন, আমরা আশা করি, হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীরা তাদের প্রাপ্য শাস্তি পাবে। 

কাশ্মীরের পাহেলগামে এই হামলায় নিহতদের বেশিরভাগই ছিলেন দেশি-বিদেশি পর্যটক। আহত হয়েছেন আরও অনেকে। 

পুতিন আরও বলেন, সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সূত্র: এনডিটিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews