রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি শহরে ইউক্রেনের হামলায় শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। কুরস্কের রিলস্ক শহরে শুক্রবারের (২০ ডিসেম্বর) এই হামলায় শিশুসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছে। মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে হামলা চালাচ্ছে ইউক্রেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শুক্রবার কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং ১৩ জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পরই কুরস্কে হামলা চালালো ইউক্রেন।

কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার কিনশটেইন বলেছেন, আহত ১৩ বছর বয়সী শিশুর অবস্থা গুরুতর।  তবে তিনি আর কোনও বিস্তারিত তথ্য দেননি।

কুরস্কে ইউক্রেনের আক্রমণ ঠেকানোর চেষ্টা করছে রাশিয়া। গত আগস্টের শুরু থেকে সেখানে শক্ত অবস্থানে রয়েছে ইউক্রেনের সেনারা।

রাশিয়ার দাবি, ট্রাক-মাউন্টেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। এগুলো ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মোবাইল লঞ্চারগুলো সহজে শত্রুদের নজর এড়াতে পারে এবং ফায়ারিংয়ের পর দ্রুত স্থান পরিবর্তন করতে পারে বিমান হামলা থেকে বাঁচার জন্য।

গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে গভীরভাবে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews