রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।

১০ হাজার বা এর বেশি টাকা রেমিটেন্স পাঠানোর জন্য এই অফারটি প্রযোজ্য হবে, যা চলবে ৩১ মে পর্যন্ত।

বিশ্বের ৯৩টি দেশ থেকে অনলাইন বা ওয়ালেট ট্রান্সফারের মাধ্যমে ৫০টির বেশি মানি ট্রান্সফার সংস্থা হয়ে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ২০ লাখ বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানোর সুযোগ পাচ্ছেন প্রবাসীরা।

২০২০ সালে বিকাশে প্রায় ১ হাজার ১৬০ কোটি টাকার সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

একজন গ্রাহক অফার চলাকালে মাসে দুইবার করে দুই মাসে মোট চার বার এবং মাসে ১ হাজার ২০০ টাকা করে দুই মাসে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকা বোনাস পাবেন।

সরকারি প্রণোদনা ও বিকাশ বোনাসসহ একটি বিকাশ অ্যাকাউন্টে প্রতিদিন ১ লাখ ২৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার টাকা রেমিটেন্স হিসেবে পাঠানোর সুযোগ রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews