বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগ দায়ী। উচ্চ রক্তচাপসহ অন্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বুধবার (৯ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। আয়োজনের সহযোগী হিসেবে ছিল গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)।

আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ হলো উচ্চ রক্তচাপ। তবে উচ্চ রক্তচাপসহ অন্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ, যা প্রয়োজনের তুলনায় খুবই কম।

পরিস্থিতি মোকাবিলায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোসহ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন অপরিহার্য বলেও মত দেন বক্তারা।

উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ন্ত্রণে আনতে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, উদ্বেগজনক এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উচ্চ রক্তচাপের ওষুধ সঠিক সময়ে সরবরাহ করা জরুরি। সে কারণে টেকসই অর্থায়ন প্রয়োজন।

স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘সরকার উপজেলা হেলথ কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে। এই মুহূর্তে ওষুধের কিছুটা ঘাটতি রয়েছে। তবে আমরা দ্রুতই তা কাটিয়ে উঠতে পারবো।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. আবু জামিল ফয়সাল বলেন, ‘উচ্চ রক্তচাপের প্রকোপ যেন না বাড়ে, সেজন্য খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে বাজেট বাড়ানোর বিষয়ে বিশেষভাবে জোর দিতে হবে।’

সূত্র: ইউএনবি

এএসএ/জেআইএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews