মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। সাথে সাথেই জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা। এরপর বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়।
রোববার সকালে দিল্লি থেকে ইন্দোর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ বিমানটি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার ভোর ৫টা বেজে ৩৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে টেক-অফ করে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার উড়ান এআই২৯১৩। নিশ্চিত মনে উড়ান ধরেন ৯০ জন যাত্রী। সকাল ৭টা বেজে ১০ মিনিটে ইন্দোরে পৌঁছনোর কথা ছিল বিমানটির। কিন্তু বিমানবন্দর ছাড়ার পর আকাশে উড়তেই বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন দেখতে পারেন বিমানকর্মীরা। সতর্কবার্তা যায় ককপিটে। সাথে সাথে সেই ইঞ্জিনটি বন্ধ করে, অন্য ইঞ্জিনের সাহায্যে দিল্লি ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। যোগাযোগ করেন দিল্লি বিমানবন্দরের সাথে। কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পরই জরুরি অবতরণের ছাড়পত্র মিলতে দেরি হয়নি। যাত্রীদের নিয়ে নিরাপদেই মাটিতে নেমে আসে বিমানটি। যাত্রীদের অন্য বিমানে তাঁদের গন্তব্যে পাঠানো হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস