বাংলাদেশের ইতিহাসে ,২০২০ সালের ১৮ মার্চ প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু ঘটে। এটি বাংলাদেশে করোনা মহামারির প্রথম মৃত্যু ছিল। ২০১৯ সালের ১ ডিসেম্বর  চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণ ঘটে। ২০২০ সালের ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে ভাইরাসটির প্রাদুর্ভাবের কথা ঘোষণা করেছিলেন।

বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা পাবার পর থেকেই দেশের বিমানবন্দরসহ সব স্থল ও নৌবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ নজরদারি এবং স্ক্রিনিং শুরু করে। ১ মার্চ সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শয্যা সংখ্যার পাশাপাশি আইসোলেশন ইউনিট খোলার নির্দেশ দেয়া হয় এবং ৪ মার্চ সমন্বিত করোনা কন্ট্রোল রুম চালু করা হয়।

 ৮ মার্চ দেশের প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্তের পর তা দ্রুত দেশের বিভিন্ন জেলাগুলোতে ছড়িয়ে পরে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুরুতে আইইডিসিআর ছাড়া দেশে করোনা পরীক্ষার জন্য আর কোথাও (আরটি পিসিআর ) ল্যাবরেটরি ছিলো না। ফলে, করোনাভাইরাস মহামারীর প্রথম দিকে বাংলাদেশের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে উঠে এবং কিছু সময়ের মধ্যে দেশজুড়ে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে।

১৮ মার্চ,করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই পুরুষ রোগীর বয়স ছিল ৭০।তিনি বিদেশ ফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। ১৮ মার্চ,২০২০ মাত্র ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো আর তাতে পজিটিভ হয়েছিলেন আরও ৩ জন। পরদিন ১৯ মার্চ স্বাস্থ্য বিভাগ নিয়মিত ব্রিফিং-এ প্রথম কোন ব্যক্তির মৃত্যুর কথা জানায় অর্থাৎ করোনায় সংক্রমিত হয়ে বাংলাদেশে প্রথম কোন ব্যক্তি মারা গিয়েছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews