রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের জন্য শেষ ২ ওভারে চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ৩৯ রান। উইকেটে তখন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। নির্ভরশীল দুই তারকা মাঠে থাকায় লক্ষ্য কঠিন হলেও জয়ের আশাই করছিলেন চেন্নাইয়ের সমর্থকরা। তবে শেষ পর্যন্ত চমক দেখাতে পারেননি ধোনি ও জাদেজা। ১৯ তম ওভারে ১৯ রান নিয়ে সম্ভাবনা জিইয়ে রাখলেও শেষমেশ হারতেই হলো চেন্নাইকে।
শেষ ওভারে দরকার ২০ রান। প্রথম ডেলিভারিতে ওয়াইড দেন রাজস্থানের পেসার সন্দীপ। এরপর তার প্রথম বৈধ ডেলিভারিতে বাউন্ডারিতে ক্যাচ হন ধোনি। ফলে জয়ের সম্ভাবনা ম্লান হয় চেন্নাইয়ের। ওই ওভারে মাত্র একটি ছক্কা হাঁকান নতুন ব্যাটার ওভারটন। শেষমেষ ৬ রানে হারে রুতুরাজ গায়কোয়াড়ের দল।
এটি চেন্নাইয়ের টানা দ্বিতীয় হার। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হারের পর আজ রোববার চলতি মৌসুমের প্রথম জয় পেলো রাজস্থান।
গুয়াহাটিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রান করে রাজস্থান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রান করতে পারে চেন্নাই।
রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৮১ রান করেন নিতিশ রানা। ১০টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ২৮ বলে ৩৮ রান করেন অধিনায়ক রিয়ান পরাগ।
চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ অবদান অধিনায়ক গায়কোয়াড়ের। ৪৪ বলে ৬৩ রান করেন তিনি। ২২ বলে ৩২ রানে অপরাজিত থাকেন জাদেজা। রাহুল ত্রিপাতির অবদান ১৯ বলে ২৩ রানের। ১১ বলে ১৬ রান করেন ধোনি।
বল হাতে চেন্নাইযের হয়ে ২টি করে উইকেট শিকার করেন নুর আহমদ, খলিল আহমেদ ও মাথিশা পাথিরানা। রাজস্থানের হয়ে ৩৪ রানে চার উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এমএইচ/এমআরএম