চিত্রনায়িকা বুবলীর ভাষ্যে, ‘শিল্পীর কাজ হলো নিজেকে নতুনভাবে উপস্থাপন করা। সিনেমায় গানগুলোতে কাজ করেছি অনেক, কিন্তু মিউজিক ভিডিওতে একেবারেই নতুন অভিজ্ঞতা। একদম আলাদা একটা মাধ্যম। অনেক আগেই বিভিন্ন প্রস্তাব পেয়েছি, করিনি। কিন্তু “ময়না” গানটা শুনেই হ্যাঁ বলে দিই। গানচিলের আসিফ ভাই, পরিচালক তানিম রহমান অংশু—সবার সঙ্গে মিলে আলোচনা করে এই কাজটি করেছি। আমার প্রিয় শিল্পী কোনাল আপু এই গানটি গেয়েছেন, গানটা একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। পুরোপুরি নাচের গান। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত।’ বুবলী আগে সিনেমার গানে পারফর্ম করেছেন ‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’ ও ‘মেঘের নৌকা’সহ বেশ কিছু হিট গানে। তবে এই প্রথম স্বাধীনভাবে নির্মিত গানের ভিডিওতে অভিনয় করলেন।