পিঠের চোটে ভুগছেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। এই চোটের কারণে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি তিনি। আর এবার আইপিএলের শুরুতেও মাঠে নামতে পারছেন না মুম্বাই ইন্ডিয়ান্সের এই নির্ভরযোগ্য বোলার।
চলতি মার্চ মাসে তিনটি ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলবে আহমেদাবাদে। আর ৩১ মার্চ ওয়াংখেড়েতে ঘরের মাঠে লড়বে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই তিনটি ম্যাচেই থাকছেন না বুমরাহ।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের শুরুতে দলে যোগ দিতে পারেন বুমরাহ। সম্ভাব্যভাবে ৪ এপ্রিল লক্ষৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলে ফিরতে পারেন তিনি। তবে মাঠে ফেরার সিদ্ধান্ত নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের চূড়ান্ত ছাড়পত্রের ওপর।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে পিঠের চোট পান বুমরাহ। এরপর থেকেই পুনর্বাসনে রয়েছেন তিনি। ভারতীয় নির্বাচক প্রধান অজিত আগারকার জানিয়েছিলেন, বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ বুমরাহকে অন্তত পাঁচ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিল। শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে রাখা হলেও ফেব্রুয়ারির শুরুতে নতুন স্ক্যানের পর তাকে বাদ দেওয়া হয়।