পাঁচ টিনএজারের কাছে বন্দুক থাকার খবর পান তারা। এরপর তাদেরকে থামিয়ে দেন পুলিশ কর্মকর্তারা।

একদল টিনএজারকে একটি রেপ্লিকা বন্দুক নিয়ে টিকটক ভিডিও রেকর্ড করতে দেখতে পাওয়ার পরপরই ওই দলের এক জনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য পুলিশ।

দেশটির ক্লিভল্যান্ড পুলিশ বলেছে, শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় ৬টার দিকে মিডলসব্রো শহরের সাউথফিল্ড রোডের ‘স্টুডেন্ট লাইফ’ ভবনের কাছে পাঁচ টিনএজারের কাছে বন্দুক থাকার খবর পান তারা। এরপর তাদেরকে থামিয়ে দেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ বলেছে, এ ঘটনায় সশস্ত্র পুলিশের দলকে তারা ডেকে পাঠান এবং তাদের কাছে একটি রেপ্লিকা বন্দুক পাওয়া গেছে। বন্দুকটি তারা টিকটক ভিডিওতে ব্যবহার করছিল।

বিবিসি লিখেছে, ১৭ বছর বয়সী এক ছেলেকে বি শ্রেণীর মাদক রাখার সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন তাকে জিজ্ঞাসাবাদ করবেন কর্মকর্তারা।

এদিকে, জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে টিকটক।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।

তবে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স অ্যাপটি কখনও বিক্রি করতে রাজি হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, ট্রাম্পের নতুন রাজস্ব নীতির জবাবে চীন জানিয়ে দিয়েছে, চীনের ওপর ওই নীতি প্রয়োগ করলে টিকটক বিক্রির অনুমোদন মিলবে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews