করোনায় অর্থনৈতিক মন্দার মাঝেও বড় অঙ্কের মুনাফা করেছে দক্ষিণ কোরীয় কম্পানি স্যামসাং ইলেকট্রনিকস। গতকাল বুধবার এক বিবৃতিতে কম্পানি জানায়, বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪৪ শতাংশ। ভালো ব্যবসা হয়েছে স্মার্টফোন ও টিভি বিক্রিতে। যদিও আয় কমেছে চিপসের বাজারে।
কম্পানি জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে অপারেটিং মুনাফা আসবে ৯.৩ ট্রিলিয়ন ওন (৮.৩২ বিলিয়ন ডলার)। জানুয়ারিতে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২১ সিরিজ বাজারে ছাড়ে। দ্রুততার সঙ্গে বাজারে সরবরাহ করা সব হ্যান্ডসেট বিক্রি হয়ে যায়। এই সুবাদে কম্পানির মোবাইল ইউনিটে অপারেটিং মুনাফা এক ট্রিলিয়ন ওনের বেশি বেড়ে হয়েছে প্রায় ৪.১৫ ট্রিলিয়ন ওন।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট জানায়, এস২১ ফোনটি মাত্র ২০০ ডলারে বাজারে ছাড়া হয়। যার দাম এস২০ এর চেয়েও কম।এর পাশাপাশি স্যামসাং টেলিভিশনেও মুনাফা দ্বিগুণ বেড়ে প্রায় এক ট্রিলিয়ন ওন হয়েছে।
সূত্র : রয়টার্স।