আজ শুক্রবার র্যাব-২–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে র্যাব-২–এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর আদাবর থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতেরা জড়ো হয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে র্যাব-২–এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর সময় র্যাব-২–এর একটি দল ধাওয়া করে শুভ হাওলাদার ও রোহানকে আটক করে। তাঁদের চার-পাঁচজন সহযোগী পালিয়ে যান।