ঢাকা: ৬ দফা দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করায় চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পাশাপাশি দাবি আদায়ে গঠিত কমিটি গড়িমসি করলে পুনরায় কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।



মঙ্গলবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ এর চলমান ৬ দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।







এই আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সচিবালয়ে এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন), যুগ্ম সচিব (কারিগরি অধিশাখা-১), আইডিইবি, আইইবি, সাবেক পলিটেকনিক অধ্যক্ষ, পরিচালক (ডিটিই), প্রকল্প পরিচালক (ইঞ্জিনিয়ারিং কলেজ) এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়েছে ও রূপরেখা প্রণয়নে ৩ সাপ্তাহ সময় চেয়েছে।

এতে আরও বলা হয়, এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্পষ্টভাবে জানানো হলো যে যদি উল্লেখিত ৬ দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে।

এতে বলা হয়, আমরা আশা করি, সংশ্লিষ্ট সব দপ্তর ও মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫

এসসি/আরবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews