চট্টগ্রামের আনোয়ারায় ভুল ইনজেকশন প্রয়োগে মোহাম্মদ ইফতেখার (১৪) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত ইফতেখার উপজেলার হাইলধর ইউনিয়নের মাইঝপাড়া গ্রামের মোহাম্মদ ইসহাকের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিল শিশু ইফতেখার। বুধবার দুপুরে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. রুবেল তাকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি দেন। পরে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন ওয়ার্ডে কর্তব্যরত নার্স ওই শিশুকে পুশ করলে সে মারা যায়। ঘটনার পরে ডাক্তার রুবেল ও নার্স হাসপাতাল থেকে চলে যান।
মৃত শিশুর বাবা মোহাম্মদ ইসহাক বলেন, আমার ছেলেকে শ্বাসকষ্ট রোগের চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে আসি। ডা. রুবেল আমার ছেলেকে ভর্তি দেন। ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন পুশ করার পর আমার ছেলে কাঁপতে কাঁপতে মারা যায়। ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সের অবহেলার কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ঘটনার খবর পেতে আমি তাৎক্ষণিক শিশু ওয়ার্ডে যাই। শিশুটি এর আগেও হাসপাতালে শ্বাসকষ্ট রোগে চিকিৎসা নিয়েছিল। চিকিৎসা চলাকালে শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।