রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার প্রায় ৪ মাস অতিবাহিত হওয়ার পরও জুটেনি স্টুডেন্ট আইডি কার্ড। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সেক্টর সোচ্চার হলেও প্রতি বছর আইডি কার্ড প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা লক্ষণীয়। আইডি কার্ড শিক্ষার্থীদের পরিচয় বহন করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। যেমন আইডি কার্ড ব্যতিত লাইব্রেরি কার্ড করতে নবীন শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কেন্দ্র। সেখানে আইডি কার্ড ছাড়া কোনো স্টুডেন্টকে চিকিৎসা দেয়া হয় না। ফলে আইডি কার্ড না থাকায় প্রাথমিক চিকিৎসা নিতে পারছে না প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া ক্যাম্পাসের বাইরে আইডি কার্ড ছাড়া পরিচয় প্রকাশ করতে শিক্ষার্থীদের দুর্বিপাকে পড়তে হয়। রাস্তাঘাটে অনাকাক্সিক্ষত কোনো দুর্ঘটনার শিকার হলে আইডি কার্ড ছাড়া শিক্ষার্থীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই অনতিবিলম্বে নবীন শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তাইয়্যেবা সুলতানা সাদিয়া
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।