ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার গ্রামগুলোতে রহস্যজনকভাবে চুল পড়ে টাক হওয়ার পর এখন অনেকের নখও পড়তে শুরু করেছে।আশ্চর্যজনক হলেও সত্য, আগে যাদের চুল পড়ছিল, এখন তাদের নখ পড়ে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, শেগাঁও তালুকের কোলওয়াদ, বন্ডগাঁও, কাথোরা এবং মাছিন্দারখেড় এই চারটি গ্রামে এখনও পর্যন্ত ৩৭ জন এমন রোগী পাওয়া গেছে, যারা এখন নখ হারাচ্ছেন।

গ্রামবাসীদের মতে, শুরুতেই নখ শুকিয়ে যেতে শুরু করে।তারপর সেটির উপর হলুদ দাগ পড়তে শুরু করে, এবং তারপর সেগুলো পড়তে শুরু করে।যেসব রোগী আগে থেকেই চুল পড়ার সমস্যায় ভুগছিলেন তারা এখন নতুন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বুলধানা জেলার শেগাঁও ও নান্দোরা তালুক এলাকায় হঠাৎ চুল পড়া ও টাক পড়ার খবর পাওয়া যায়।এরপর আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ), হোমিওপ্যাথি, ইউনানিসহ একাধিক চিকিৎসা সংস্থা বিষয়টি নিয়ে গবেষণা করে। তবে এখন পর্যন্ত চুল পড়ার কারণ তারা জানাননি। 

বিষয়টি নিয়ে বুলধানার জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অমল গীতের সঙ্গে কথা বলেছে বিবিসি। তিনি বলেন, আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ) চুল পড়ার সমস্যার ইটিওলজি নিয়ে এখনও কোনো রিপোর্ট প্রকাশ করেনি।তাই এভাবে নখ পড়ার আসল কারণ কী তা বলা যাবে না। ‘

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য কর্মকর্তারা ওই এলাকায় পানির নমুনা এবং আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন।

চিকিৎসকেরা মনে করছেন, দূষিত পানির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও এটি ঘটতে পারে। ভুক্তভোগীদের ত্বক ও চুলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews