তারা বাংলাদেশের বিমানবন্দরগুলোতে স্টারলিংকের সেবা চালুর সম্ভাবনা এবং এর মাধ্যমে যাত্রীসেবার মান উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স- এর গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড এইচ গ্রিফিত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার বেলা ১২টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বৈঠক হয় বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভরা হয়েছে।
তারা বাংলাদেশের বিমানবন্দরগুলোতে স্টারলিংকের সেবা চালুর সম্ভাবনা এবং এর মাধ্যমে যাত্রীসেবার মান উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় বেবিচক চেয়ারম্যান বাংলাদেশে আসার জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
গত ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে ফোনালাপ হয়। সেই আলোচনায় বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর প্রয়োজনীয়তা এবং দ্রুততম সময়ে এই সেবা চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশে স্টারলিংক আনতে মাস্কের সঙ্গে ফোনে আলোচনা ইউনূসের
স্টারলিংকের সঙ্গে কাজ শুরু বাংলাদেশি কোম্পানির: ফয়েজ আহমদ
এরপর গেল ৯ মার্চ প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশে ‘গ্রাউন্ড আর্থ স্টেশন’ স্থাপনের ব্যাপারে স্টারলিংকের হয়ে কয়েকটি স্থানীয় কোম্পানি কাজ শুরু করেছে।
তিনি বলেন, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মত কার্যক্রম পরিচালনায় স্টারলিংকের সঙ্গে কয়েকটি সহযোগিতা চুক্তি করেছে সরকার। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থানও চিহ্নিত করেছে।