পাওয়ার কাপল খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তারা কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছেন এবং একে অপরের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ আচরণ করছেন না।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সেই ভিডিওতে দেখা যায়, বিরাট গাড়ির দরজা খুলে আনুশকাকে সহায়তা করতে হাত বাড়ালেও আনুশকা তার হাত না ধরে দরজার সাপোর্ট নিয়ে নেমে যান। এরপর বিরাটের থেকে কয়েক কদম সামনে গিয়ে রেস্টুরেন্টের দিকে হেঁটে এগিয়ে যান। এই দৃশ্যকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা।

ঘটনাটি এমন সময় সামনে আসে, যখন বিরাট কোহলিকে নিয়ে অভনিত কৌরের একটি ভক্ত পেজে ‘লাইক’ দেওয়া নিয়ে বিতর্ক ছড়ায়। যদিও পরে তিনি সেই লাইক তুলে নেন এবং ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি পরিষ্কারও করেন, কিন্তু ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

তবে নেটিজেনরা বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছেন। কেউ লিখেছেন, ‘ভাবি রেগে আছেন মনে হচ্ছে’, আবার কেউ মজা করে লেখেন, ‘অভনিত কাণ্ডের পর ভাইয়ের অবস্থা ভালো না।’ আরেকজন লেখেছেন, ‘অভিনিত কৌরের কাণ্ডের পর ভাবী রেগে গেছেন।’

ঘটনার সূত্রপাত বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তিনি অভিনেত্রী অভনিত কৌরের এক ফ্যান পেজের একটি পোস্টে ‘লাইক’ করেন। পরে অবশ্য সেই লাইক তুলে নেওয়া হয়, কিন্তু তার আগেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে গুঞ্জন থামাতে বিরাট তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ব্যাখ্যাও দেন।

তবে বেঙ্গালুরুর বিরাট-আনুশকার ভিডিওটি নিয়ে যেসব আলোচনা চলছে তা অতিরঞ্জিতও হতে পারে। তারা হয়তো ব্যক্তিগত কোনো চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন বা খারাপ মুডে ছিলেন। আনুশকা ও বিরাট বহুবার প্রমাণ করেছেন যে তারা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল। আর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থেকেছেন তারা। অতীতে তাদের ভালোবাসা ও সম্পর্কের দৃঢ়তা বারবার প্রকাশ পেয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews