গেল চার বছর ধরে সাদাত শাফি নাবিল নামের একজনের সঙ্গে প্রেম করছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকেই খবর ছড়াতে থাকে তাদের সম্পর্ক নাকি ভেঙে গেছে।



সারাদিন সামাজিকমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে ভিন্ন কথা বললেন মাহি।







তার কথায়, নাবিলের সঙ্গে সম্পর্ক ভাঙেনি, আপ-ডাউনের মধ্য দিয়ে যাচ্ছে।  

মাহি বলেন, আমাদের সম্পর্ক ভেঙে যায়নি। আমি ইনস্টাগ্রাম পোস্টে বলেছি, সম্পর্কের ক্র্যাক ডাউন, অর্থাৎ আপ-ডাউন চলছে। সেটা ভেঙে গেছে কিংবা ব্রেকআপের কথা বলিনি। সব সম্পর্কে আপ-ডাউন হয়, নরমাল ব্যাপার। পরিষ্কার করে বলতে চাই- ব্রেকআপ হয়নি, আমাকে নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। এটা একদমই হওয়া উচিত নয়।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন মাহি। সেখানে তিনি বলেন, ‌গত কয়েকটা দিন খুব কষ্টের কেটেছে... ট্রোল্ড হওয়া থেকে শুরু করে আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্কে ফাটল- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। অনেক কিছু হয়েছে।

ব্যক্তিজীবনে যাদের কষ্ট দিয়েছেন, তাদের প্রতিও দুঃখপ্রকাশ করেছেন মাহি। তিনি বলেন, ‌আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত এবং আমি বলতে ভয় পাই না যে আমি ভেঙে পড়েছি।

ইনস্টাগ্রাম পোস্টে কান্নার ছবি পোস্ট করে মাহি লেখেন, আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায়।

জীবনে দুঃসময়গুলো খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই তিনি লেখেন, ‘জীবন সবসময় পরিশ্রুত ও নিখুঁত হয় না এবং আজকে আমার কাছে এটাই সত্য।

বছরখানেকের বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে এর আগে জানিয়েছিলেন মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালোলাগা শুরু এবং প্রেম। তাদের দুই পরিবার বিষয়টি জানে এবং সম্পর্ক মেনে নিয়েছেন বলেও ওই সময় জানান মাহি।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫

এনএটি 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews