স্পোর্টস রিপোর্টার : জাতীয় ফুটবল দলের ট্রায়ালে এবার এসেছেন সুইডেন প্রবাসী ফুটবলার। বাংলাদেশী বংশোদ্ভূত সুইডেন প্রবাসী জোসেফ নূর রহমান গতকাল মামুনুলদের সঙ্গে অনুশীলনও করেছেন। এদিন বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে দলের ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজের অধীনে অনুশীলন করেন তিনি। সুইডেনে জন্মগ্রহণকারী এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। এর আগে বাংলাদেশী বংশোদ্ভূত বেশ ক’জন প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সি গায়ে খেলার ইচ্ছা নিয়ে ঢাকায় আসলেও একমাত্র জামাল ভুঁইয়া ছাড়া অন্য কেউ জায়গা পাননি জাতীয় দলে। ডেনমার্ক প্রবাসী জামাল অসাধারণ পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নিজের অবস্থান পাকা করে নেন। জামাল ভুঁইয়ার সঙ্গে জাতীয় দলের ট্রায়ালে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী আনন্দ রহমান ও জার্মান প্রবাসী রিয়াসাত খাতন। কিন্তু তারা জাতীয় দলের তৎকালীন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের মন ভরাতে পারেননি। ফলে জায়গাও পাননি জাতীয় দলে। এরপর ট্রায়ালে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারহান, ওয়েলস প্রবাসী রিজওয়ান আলী ও মোহাম্মদ আলী আকমল। স্বদেশের জার্সি গায়ে খেলার ইচ্ছে নিয়ে ঢাকায় আসলেও তারাও অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেননি।এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে মাত্র ক’জন ফুটবলার রিপোর্ট করেছেন গতকাল। এদিন বেলা ১১টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে রিপোর্ট করেন দলের অধিনায়ক মামুনুলসহ কয়েকজন। জাতীয় দলের অধিকাংশ ফুটবলারই বর্তমানে খেলছেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে। যে কারণে কাল অনুশীলন ক্যাম্পে রিপোর্ট করতে পারেননি তারা। তবে যারা শেখ কামাল ক্লাব কাপ খেলতে চট্টগ্রামে রয়েছেন, তারা আগামীকাল ওই টুর্নামেন্টের ফাইনাল শেষে ফিরে আসবেন ইতালিয়ান কোচ লোপেজের পাঠশালায়। উইঙ্গার জাহিদ হোসেন ও ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলিকে বাইরে রেখেই গত সোমবার জাতীয় দল ঘোষণা করেন কোচ ফ্যাবিও লোপেজ। দশ দিনের অনুশীলন শেষে ৯ নভেম্বর তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৩ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন ঢাকায় ফিরবে তারা। লক্ষ্য থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ। আগামী ১৭ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। এর আগে ঢাকায় প্রথম লেগের তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে অ্যাওয়ে ম্যাচে ০-৫ গোলে হেরেছিলো লাল-সবুজরা।


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews