মাত্র এক বছর আগেও মানসিক অবসাদে ভুগে টেনিস কোর্ট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অ্যামান্ডা অ্যানিসিমোভা। সেই অ্যানিসিমোভাই এবার উইম্বলডনে লিখলেন রূপকথার গল্প।



বৃহস্পতিবার সেন্টার কোর্টে মেয়েদের এককের সেমি-ফাইনালে ডাব্লিউটিএ র‍্যাংকিংয়ের শীর্ষস্থানীয় ও তিনবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী আরিনা সাবালেঙ্কাকে হারিয়েছেন তিনি।







৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে নিয়েছেন ম্যাচ। শুরু থেকে আত্মবিশ্বাসী অ্যানিসিমোভা দ্বিতীয় সেট হারলেও শেষ সেটে ফিরে আসেন দারুণভাবে।

২৩ বছর বয়সী এই খেলোয়াড় ২০০৪ সালের পর যুক্তরাষ্ট্রের প্রথম কনিষ্ঠ নারী হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেন। তার আগের কীর্তিটি ছিল কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের দখলে।

২০১৯ সালে ফরাসি ওপেনের সেমি-ফাইনাল খেলে আলোচনায় এসেছিলেন অ্যানিসিমোভা। এরপর এক পর্যায়ে মানসিক চাপের কারণে খেলা থেকে বিরতি নেন। তাতে র‍্যাংকিংয়ে নেমে গিয়েছিলেন ৪০০-এর বাইরে।

তবে এবারের উইম্বলডনে ফিরে আসার গল্পটা অবিশ্বাস্য। ১৩ নম্বর বাছাই হিসেবে শুরু করে একে একে বিদায় করেছেন সব প্রতিপক্ষকে। এবার সাবালেঙ্কার মতো অভিজ্ঞ ও শীর্ষ তারকাকেও হারিয়ে দিলেন দারুণ এক চমক।

অন্যদিকে, সাবালেঙ্কার জন্য উইম্বলডনের ফাইনালে খেলার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো। অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনে এবার ফাইনালে হারলেও ঘাসের কোর্টে সাফল্য ধরা দিল না বেলারুশ তারকার হাতে।

আরইউ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews