বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ শপআপ ১১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে এবং একইসঙ্গে সৌদিভিত্তিক বিটুবি সেবা ও মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম সারির সঙ্গে একীভূত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এটি বাংলাদেশের স্টার্টআপের বৈশ্বিক সম্প্রসারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোর একটি।

প্রেস উইং জানিয়েছে, এটি একটি স্পষ্ট আভাস যে, বাংলাদেশি স্টার্টআপগুলো বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত।

এই গতি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক একটি যুগান্তকারী স্টার্টআপ তহবিল উদ্যোগে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে ৮০০ কোটি টাকা (প্রায় ৬৬ মিলিয়ন মার্কিন ডলার) ইক্যুইটি এবং ৪০০ কোটি টাকা (প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ।

এই তহবিল প্রারম্ভিক ও প্রবৃদ্ধি পর্যায়ের স্টার্টআপগুলোর জন্য অনুঘটক হিসেবে কাজ করবে, যা স্থানীয় প্রতিষ্ঠাতাদের উদ্ভাবন, বিস্তৃতি এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতায় ক্ষমতায়িত করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews