জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে হত্যার অভিযোগ এনে তার ছেলে আলী আহমেদ মাবরুর বিচার দাবি করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, "২০১৫ সালের ২১ নভেম্বর দিবাগত রাতে আমার বাবা এবং সালাহ উদ্দিন কাদের চৌধুরীকে একই রাতে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। বাবার সঙ্গে শেষবার দেখা করে বের হয়ে আমরা তার জানাজার প্রস্তুতি নিচ্ছিলাম। এটি ছিল এক অবর্ণনীয় যন্ত্রণা।"
মাবরুর আরও বলেন, "যারা আইন সংশোধন করে এ ধরনের অন্যায় করেছেন, তাদের বিচার হওয়া উচিত। আমি ভিক্টিমদের পক্ষ থেকে আওয়াজ তুলছি। এ পরিস্থিতি ছিল আওয়ামী ফ্যাসিস্ট আমলের এক ভয়ংকর উদাহরণ।"
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক গণজমায়েতে তিনি এই দাবি জানান। এ আয়োজনে জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম, বিচার বহির্ভূত হত্যা, এবং শাপলা চত্বরে সংঘটিত ঘটনার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করা হয়।
‘মায়ের ডাক’ নামে গঠিত গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন এ গণজমায়েতের আয়োজন করে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
গণজমায়েতে হাজারো ভুক্তভোগী অংশগ্রহণ করেন। সোহরাওয়ার্দী উদ্যানে এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।